(A Subsidiary Company of Premier Leasing & Finance Limited)
Dhaka Stock Exchange Ltd. TREC Holder No: 136.
+880-02-223356389
info@plsb.com.bd
ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
👉আইপিও আবেদন আগামী ২১ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
কাট অফ ডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৩
👉 শেয়ার প্রতিঃ ১০ টাকা
👉 আবেদনের পরিমাণঃ ১০০০০ টাকা
কাট অফ ডেট ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে বিও হিসাবে বাজার মূল্যে মিনিমাম ৫০,০০০ টাকার ম্যাচিউরড শেয়ার থাকতে হবে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর আইপিওতে আবেদন করার জন্য। যাদের ৫০,০০০ টাকার ম্যাচিউর শেয়ার কেনা নাই তাদের আগামী ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে শেয়ার কিনতে হবে (A,B,N ক্যাটাগরি)।
সূত্র জানায়, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি মেয়াদী আমানত রাখা, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।
Us: www.plsb.com.bd
© 2019 Premier Leasing Securities Broking Limited All Rights Reserved.